Breaking News

বড় সুখবর, সরকারি চাকরিতে ৫ লাখ শূন্য পদে নিয়োগের উদ্যোগ!

বড় সুখবর, সরকারি চাকরিতে লাখ শূন্য পদে নিয়োগের উদ্যোগ!

এমটিনিউজ২৪ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পর সরকারি চাকরিতে পাঁচ লাখ তিন হাজার ৩৩৩টি  খালিপদে নিয়োগ দিতে উদ্যোগ নিচ্ছে মন্ত্রণালয় বিভাগগুলো। ইতিমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয় বিভাগেনিয়োগের ব্যবস্থা নিতে চিঠিও দেওয়া হয়েছে।

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রকাশিত পরিসংখ্যানের একটি তথ্য দেশজুড়ে বেশ আলোচিত হয়। পরিসংখ্যানেবলা হয়, সরকারি চাকরিতে মোট অনুমোদিত ১৯ লাখ ১৫১টি পদের বিপরীতে প্রায় ২৬ শতাংশই খালি, যা সংখ্যায় পাঁচলাখের বেশি।

বড় সুখবর সরকারি চাকরিতে লাখ শূন্য পদে নিয়োগের উদ্যোগ

এরই প্রেক্ষিতে সরকারি চাকরির খালি পদগুলোতে নিয়োগের ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখহাসিনা। গত ১৫ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে তিনি নির্দেশনা দেন। বৈঠক শেষেমন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সরকারি যেসব শূন্যপদ আছে, সেগুলোতে নিয়োগের ব্যবস্থা নিতে তিনি (প্রধানমন্ত্রী) নির্দেশনাদিয়েছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি প্রেষণ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. নাজমুছ সাদাত সেলিম জানান, ‘যেসব মন্ত্রণালয়ে শূন্য পদ আছে, তাদেরকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে সেগুলো দ্রুত পূরণের ব্যবস্থা নেওয়ার জন্য। নির্দেশনা যেসব মন্ত্রণালয় বা বিভাগে শূন্য পদ আছে, তাদেরকে দেওয়া হচ্ছে। স্বস্ব মন্ত্রণালয়, স্বস্ব বিভাগ, সংশ্লিষ্টঅফিসগুলো যাতে দ্রুত খালি পদগুলো পূরণ করতে পারে সে নির্দেশনা তাদেরকে দেওয়া হচ্ছে।

বড় সুখবর, সরকারি চাকরিতে লাখ শূন্য পদে নিয়োগের উদ্যোগ!

প্রসঙ্গে জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন সম্প্রতি জাতীয় সংসদে জানিয়েছেন, সরকারের শূন্য পদ পূরণ একটি চলমানপ্রক্রিয়া। শূন্য পদ পূরণে সুনির্দিষ্ট বিধিমোতাবেক পদ পূরণের নিয়মিত কার্যক্রম চলমান। বিভিন্ন মন্ত্রণালয়বিভাগ এবংএর অধীন দপ্তরসংস্থাগুলোর চাহিদার পরিপ্রেক্ষিতে সরকারি কর্মকমিশনের মাধ্যমে নবম (পূর্বতন প্রথম শ্রেণি) ১০ থেকে১২তম গ্রেডের (পূর্বতন দ্বিতীয় শ্রেণি) শূন্য পদে জনবল নিয়োগ হয়ে থাকে।

সুএ:-এমটি

allnewsbangla

About MUBIN

Check Also

পুলিশ সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়ায়,আইজিপি

পুলিশ সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়ায়,আইজিপি

পুলিশ সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়ায়,আইজিপি পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়ায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *