বিয়ে করার আগে পাত্রীর মায়ের সম্পর্কে খোঁজ খবর নেবেন

প্রেমের বিয়ে। ১৪ বছর পরে ছাড়াছাড়ি। স্ত্রী, স্বামীকে তালাক দেওয়ার ২৮ দিন পরে দুধ দিয়ে গোসল করলেন শাকিল মন্ডল (৩২) নামের এক চা দোকানদার। এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার (২৯ জুন) দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, শাকিল মন্ডল উপজেলার পূর্ব মাধনগর গ্রামের মৃত আলাল মন্ডলের ছেলে। এছাড়া শাকিলের মাধনগর বাজারে চা বিক্রির দোকান রয়েছে। শাকিল মন্ডল ভালোবেসে একই এলাকার মীম (ছদ্মনাম) নামের এক তরুণীকে বিয়ে করেছিলেন। সংসার জীবনে তার ১৪ বছর অতিবাহিত করেছে। তবে তাদের কোনো সন্তান নেই। সংসারে অশান্তি আর দুজনের বনিবানা না হওয়ার কারণে চলতি জুন মাসের ১ তারিখে মীম শাকিলকে তালাক দেন। তালাক দেওয়ার ২৮ দিন দুধ দিয়ে গোলস করেন শাকিল।
বিয়ে করার আগে পাত্রীর মায়ের সম্পর্কে খোঁজ খবর নেবেন
স্থানীয় বাসিন্দা মান্নান সরদার ও সোহাব মন্ডল বলেন, শাকিলের এমন কাণ্ড আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই শাকিলের মানসিক অবস্থার প্রতি সহানুভূতি প্রকাশ করছেন। বউ, শাশুড়ির নির্যাতন থেকে মুক্তি পেয়েছে। তাই ধারণা করা হচ্ছে এই কারণে সে এক মণ দুধ দিয়ে প্রকাশ্যে গোসল করেছে।
শাকিল মন্ডল সাংবাদিকদের জানান, আমি তাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। সংসার শুরু করছিলাম অনেক স্বপ্ন নিয়ে। কখনো ভাবিনি শেষ পর্যন্ত এমন ঘটনা ঘটবে। দুজনের মধ্যে ছাড়াছাড়ি হবে। সে (স্ত্রী) হঠাৎ করেই আমাকে ডিভোর্স দিয়েছে। তিনি বলেন, আপনারা বিয়ে করার আগে পাত্রীর মায়ের সম্পর্কে খোঁজ খবর নেবেন। মনের যন্ত্রণা আর কষ্ট সইতে না পেরে দুধ দিয়ে গোসল করেছি।
এ বিষয়ে মাধনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার আলাউদ্দিন মৃধা বলেন, দুধ দিয়ে গোসলের ঘটনা স্থানীয় বাজারে এসে শুনেছি। সচরাচর গ্রামে মেয়েরা ডিভোর্স দেয় না। কিন্তু এমন ঘটনা ঘটেছে। এ নিয়ে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা হচ্ছে।