মুন্সীগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় ৪ আসামির কারাদণ্ড

মুন্সীগঞ্জের শ্রীনগরে মাদক উদ্ধার অভিযানে দুই পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় ৪ আসামিকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
রোববার (২৯ জুন) দুপুর দেড়টার দিকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গাজী দেলোয়ার হোসেন এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানার নির্দেশ দেন বিচারক। আদালতের বেঞ্চ সহকারী মো. বুলবুল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মাদারীপুর শিবচর উপজেলার বাশকান্দি গ্রামের মৃত দলিল উদ্দিন আকনের ছেলে বাচ্চু মিয়া (৪২), শ্রীনগর উপজেলার ফৈনপুর গ্রামের জালাল ভান্ডারীর ছেলে জাহিদ (২৪) , লৌহজং উপজেলার গোয়ালি মাত্রা গ্রামের মেঘার ছেলে রাজু (৩০) ও একই গ্রামের রাঙ্গামিয়ার ছেলে মো. ফারুক (৩০)।
মুন্সীগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় ৪ আসামির কারাদণ্ড
মামলা ও আদালত সূত্রে জানা গেছে ২০১৯ সালের ৮ মে রাত ১২টার দিকে শ্রীনগর দক্ষিণ পাইকসা গ্রামের কালী শিকদারের পুকুর পাড়ে রাস্তার ওপর আসামিরা মাদক বিক্রির সময় শ্রীনগর থানার কর্মরত অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামি বাচ্চু মিয়াকে আটক করে। এ সময় বাচ্চু মিয়া চিৎকার দিলে অন্যান্য আসামিরা এগিয়ে এসে পুলিশের এসআই নুরুল ইসলাম ও কনস্টেবল শহিদুলের ওপর হামলাসহ গুরুতর আঘাত করে। এই ঘটনায় আসামি বাচ্চু মিয়ার বিরুদ্ধে পৃথক মাদক মামলা সহ অন্যান্য আসামিদের দণ্ডবিধি বিধি আইনে শ্রীনগর থানার এসআই আল আমিন সরকার বাদী হয়ে ঘটনার দিন শ্রীনগর থানায় মামলা করেন। বিচারাধীন থাকা মামলায় ৭ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত দোষী সাব্যস্ত করে এ রায় দেন।
এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সুলতানা রোজিনা ইয়াসমিন জানান, পুলিশের ওপর হামলা ও আঘাতের ঘটনায় ৪ আসামিকে দণ্ডবিধির পৃথক দুটি ধারায় সাজা দেওয়ার হয়েছে। আদালতের রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।