মায়ের মরদেহ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষার কেন্দ্রে দুই শিক্ষার্থী

নিউজ ডেস্ক | Allnewsbangla
অবিশ্বাস্য কিন্তু সত্য। চাঁপাইনবাবগঞ্জে মায়ের মরদেহ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে দুই ভাইবোন। পরীক্ষার দিন ভোরে তাদের মা মারা যান। কিন্তু জীবনের কঠিন বাস্তবতা মেনে নিয়েই তারা নির্ধারিত সময়েই পরীক্ষাকেন্দ্রে পৌঁছায়।
কী ঘটেছিল?
জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেউলবাড়ী ইউনিয়নের বাসিন্দা মোছা. আছিয়া বেগম (৫০) দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ২ জুলাই ২০২৫, ভোরে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে তিনি মারা যান।
মায়ের মরদেহ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষার কেন্দ্রে দুই শিক্ষার্থী
তার ছেলে ও মেয়ে—দুজনেই চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। সকালে মা মারা গেলেও তারা কান্না চেপে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হন। পরিবার জানিয়েছে, মা জীবিত থাকতেই সন্তানদের বলে গিয়েছিলেন, “যা-ই হোক, পরীক্ষা বন্ধ করবি না।”
স্থানীয়দের প্রতিক্রিয়া
এ ঘটনা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই বলছেন, এটি একদিকে যেমন বেদনাদায়ক, তেমনি অন্যদিকে অনুপ্রেরণাদায়কও।
শিক্ষাপ্রতিষ্ঠানের বক্তব্য
বিদ্যালয়ের এক শিক্ষক জানান, “ওদের মধ্যে পড়ালেখার যে আগ্রহ ও দায়িত্ববোধ, সেটা সত্যিই প্রশংসনীয়। এমন মানসিক দৃঢ়তা খুব কম শিক্ষার্থীর মধ্যেই দেখা যায়।”