Breaking News
বরিশালে ডিবি পুলিশকে কোপালো মাদক কারবারিরা, থানায় মামলা
News

বরিশালে ডিবি পুলিশকে কোপালো মাদক কারবারিরা, থানায় মামলা

বরিশালে ডিবি পুলিশকে কোপালো মাদক কারবারিরা, থানায় মামলা

বরিশালে ডিবি পুলিশের ওপর মাদক কারবারিদের হামলা”
News

 বরিশালের বাবুগঞ্জে মাদক কারবারীদের হামলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কনস্টেবল আহত হওয়ার ঘটনায় বাবুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের দারোগারহাট এলাকায় পুলিশকে কোপানোর এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কনস্টেবলের নাম মো. ইমরান। এ ঘটনায় তিনিসহ আরও আহত হন সাগর ও শাওন নামে দুজন। তাদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বরিশালে ডিবি পুলিশ হামলা

বাবুগঞ্জ থনার ওসি জহিরুল আলম বলেন, বাবুগঞ্জ থানার দেহেরগতি ইউনিয়নের দারোগারহাট এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে কারবারিদের হামলায় জেলা ডিবির কনস্টেবল আহতের ঘটনায় একটি নিয়মিত মামলা হয়েছে। ডিবির এস আই গোলাম আজম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা নং- ০১, তারিখ- ০৩-০৭-২৫।

হামলাকারী সাগরসহ অজ্ঞাত ৫/৬ জনকে মামলায় আসামি করা হয়।

জানা যায়, বাবুগঞ্জ উপজেলায় মাদক উদ্ধারের অভিযানে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানিক দলের সঙ্গে মারামারিতে কনস্টেবলসহ তিনজন আহত হয়েছে।

বরিশাল জেলা ডিবির পরিদর্শক মোস্তফা আনোয়ার জানান, বাবুগঞ্জ উপজেলার দেহেরগতির দারোগারহাট এলাকার হারুন খার ফার্মের বাগানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্থানীয় মাদক কারবারি সাগরসহ তার সহযোগীদের সঙ্গে ডিবি পুলিশের ধস্তাধস্তি ও মারামারি হয়। এতে তাদের চাকুর আঘাতে বাম গালসহ শরীরের তিন স্থানে জখম হয়েছে কনস্টেবল ইমরানের। মারামারিতে সাগর (২৭) ও শাওন (২৫) গুরুতর জখম হয়েছেন। পরে মাদক কারবারিরা পালিয়ে যান।

হামলার বিস্তারিত ও মামলার তথ্য

এদিকে সন্ধ্যায় আহত তিনজনকেই বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। পালিয়ে যাওয়া হামলাকারী মাদক কারবারিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে ডিবি অফিস।

Allnewsbangla

About MUBIN

All News Bangla হল একটি নিরপেক্ষ, আপডেটেড এবং তথ্যবহুল অনলাইন সংবাদমাধ্যম, যা আপনাকে দেশের ও বিশ্বের সর্বশেষ খবর, বিশ্লেষণ, প্রযুক্তি, শিক্ষা, ক্যারিয়ার, অর্থনীতি, খেলাধুলা এবং বিনোদনের সংবাদ সরবরাহ করে।

Check Also

ফাঁকা বাড়িতে যুবককে গলা কেটে হত্যা, এলাকায় চাঞ্চল্য

ফাঁকা বাড়িতে যুবককে গলা কেটে হত্যা, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে গলা কেটে হত্যা ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *