ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে স্কুল শিক্ষিকার মৃত্যু – এলাকাজুড়ে শোকের ছায়া

ফরিদপুর শিক্ষিকার ট্রেনে মৃত্যু ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মর্মান্তিক এক দুর্ঘটনায় ট্রেনে কাটা পড়ে শামীমা আক্তার আঙ্গুরী (৪৫) নামের এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। তিনি সারসাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। শুক্রবার (১১ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কীভাবে ঘটল দুর্ঘটনা?
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে তিনি ব্যক্তিগত কাজে বের হয়েছিলেন। ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সারসাকান্দি গ্রামসংলগ্ন রেললাইনের পাশে হেঁটে যাওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন এসে পড়ে। ট্রেনটি ওই সময় পূর্ণগতিতে চলছিল। ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
আরও পড়ুন:
কিশোরগঞ্জে স্কুলছাত্র ট্রেনে কাটা পড়ে নিহত
রাজশাহীতে রেলক্রসিংয়ে দুর্ঘটনায় দুইজনের মৃত্যু
ঢাকায় ট্রেনে কাটা পড়ে যুবকের করুণ মৃত্যু
কে ছিলেন শামীমা আক্তার?
নিহত শামীমা আক্তার ভাঙ্গার সারসাকান্দি গ্রামের বাসিন্দা প্রয়াত সাত্তার সিকদারের মেয়ে। তিনি স্থানীয় ডাক বিভাগের কর্মচারী আশরাফ শেখের স্ত্রী এবং দুই সন্তানের জননী ছিলেন।
একজন দায়িত্বশীল শিক্ষিকা হিসেবে এলাকায় পরিচিত ছিলেন তিনি। তার মৃত্যুতে সহকর্মী শিক্ষক, ছাত্রছাত্রী ও এলাকাবাসীর মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
পুলিশ ও রেল কর্তৃপক্ষ কী বলছে?
ভাঙ্গা রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার সাকিব আকন্দ বলেন, “ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি দুপুর সোয়া ১২টার দিকে ভাঙ্গা পৌঁছায়। তখনই ট্রেনে কাটা পড়ে এক নারী ঘটনাস্থলেই মারা যান।”
ফরিদপুর শিক্ষিকার ট্রেনে মৃত্যুর বিস্তারিত ঘটনা
ভাঙ্গা রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. শাফিউর হোসেন জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই।
নিহত নারীকে স্থানীয়রা শামীমা আক্তার হিসেবে শনাক্ত করেন। পরে তার স্বজনরাও নিশ্চিত করেন তার পরিচয়।
সম্পর্কিত সংবাদ:
🔹 নতুন রেলপথ নির্মাণে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
🔹 মৌলভীবাজারে চলন্ত ট্রেন থেকে পড়ে গৃহবধূর মৃত্যু
🔹 স্কুলগামী ছাত্রকে ট্রেনের ধাক্কা, ঘটনাস্থলেই মৃত্যু
তিনি আরও বলেন, “পরিবারের আবেদনের ভিত্তিতে কোনো ময়নাতদন্ত ছাড়াই বিকেল ৪টার দিকে মরদেহ হস্তান্তর করা হয়।”
ফরিদপুর শিক্ষিকার ট্রেনে মৃত্যু শিক্ষাঙ্গনে শোকের ছায়া
শিক্ষিকা শামীমা আক্তারের অকাল মৃত্যুতে সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকাবাসী সকলেই গভীরভাবে শোকাহত।
তার মৃত্যুতে স্কুলে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় এবং সহকর্মীরা বলেন, “তিনি ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও মাতৃসুলভ শিক্ষক।
সম্পর্কিত খবর:
🔗 [স্কুলছাত্র ট্রেনে কাটা পড়ে নিহত – কিশোরগঞ্জ](https://allnewsbangla.com/kishoreganj-train-death-2025)
🔗 [রাজশাহীতে রেল দুর্ঘটনায় দুইজন নিহত](https://allnewsbangla.com/rajshahi-train-accident-2025)
🔗 [মৌলভীবাজারে চলন্ত ট্রেনে নারী নিহত](https://allnewsbangla.com/moulvibazar-train